নিজস্ব সংবাদদাতাঃ মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে রাজ্যের বর্তমান দূষণ পরিস্থিতি পর্যালোচনা করতে বৃহস্পতিবার অর্থাৎ আজ একটি বৈঠকে সভাপতিত্ব করতে চলেছেন। মুম্বইয়ের বায়ুর গুণমান 'খুব খারাপ' বিভাগে নেমে যাওয়ার পরে এই বৈঠকটি অনুষ্ঠিত হবে। সরকারি তথ্য অনুযায়ী, বুধবার মুম্বইয়ের একিউআই ছিল প্রায় ১৫০ বা 'মাঝারি'।
মুম্বইয়ে বায়ু দূষণের জেরে বুধবার দক্ষিণ মুম্বইয়ের কালবাদেবী ও জাভেরি বাজার এলাকায় সোনা ও রৌপ্য গলানোর চারটি চিমনি ভেঙে দিয়েছে বৃহন্মুম্বাই মিউনিসিপ্যাল কর্পোরেশন। বিএমসি কর্মকর্তাদের মতে, তাদের সি-ওয়ার্ডের পক্ষ থেকে এই ইউনিটগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছিল কারণ তারা বায়ু দূষণকে আরও বাড়িয়ে তুলছিল।
বুধবার বিএমসি-র তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, মুম্বইয়ে বায়ু দূষণ ও ধূলিকণা নিয়ন্ত্রণে আনতে ব্যবস্থা নিতে পুরসভাকে নির্দেশ দিয়েছেন একনাথ শিন্ডে। এই নির্দেশের ভিত্তিতে বিএমসি ২৪টি পৌর ওয়ার্ডে ধুলো নিয়ন্ত্রণের জন্য প্রায় ৬৫০ কিলোমিটার রাস্তা জল দিয়ে পরিষ্কার করা সহ ব্যবস্থা নিতে শুরু করেছে।