নিজস্ব সংবাদদাতা : আজ দিল্লির বাজেট অধিবেশনে নিজের বক্তব্য পেশ করলেন মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা। তিনি জানিয়েছেন, " ২০২৪-২৫ অর্থবর্ষে শিক্ষাখাতে প্রায় ১৬,৩৯৬ কোটি টাকা বরাদ্দ ছিল, বর্তমান সরকার যা বাড়িয়ে প্রায় ১৯,২৯১ কোটি টাকা করেছে, অর্থাৎ শিক্ষা খাতে একধাপে প্রায় ১৭% বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে।''
/anm-bengali/media/media_files/2025/03/09/WtguOxxCiAWZh2xfoXjq.JPG)
এছাড়াও তিনি জানিয়েছেন যে, ''পরিবহন খাতে এই বাজেটে প্রায় ৭৩% বরাদ্দ বাড়ানো হয়েছে, এই বাজেট দিল্লি নগরীর উন্নয়ন ও নাগরিক সুবিধা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।''