নিজস্ব সংবাদদাতাঃ রঙ্গোলি বিহু (Rongali Bihu) উপলক্ষে সেজে উঠেছে আসাম। বৃহস্পতিবার আসামের রাজধানী গুয়াহাটির সারুসাজাই স্টেডিয়ামে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার (Assam's CM Himanta Biswa Sarma) উপস্থিতিতে সবথেকে বড় বিহু নাচের অনুষ্ঠান করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়েছেন অসমের লোকনৃত্য শিল্পী ও বাদ্যবাদকরা। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ১১৩০৪ জন লোকনৃত্য শিল্পী এবং ২৫৪৮ জন ড্রামার। আর আজ গুয়াহাটিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা "বৃহত্তম বিহু নৃত্য এবং বৃহত্তম ঢোল ড্রাম এনসেম্বল" রেকর্ড তৈরির কৃতিত্বের জন্য গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস দলের কাছ থেকে শংসাপত্র গ্রহণ করলেন।