নিজস্ব সংবাদদাতা: পহেলগাঁও হামলা নিয়ে আজ যে সর্বদলীয় বৈঠক হল, সেই বৈঠকে যোগ দিয়েছিলেন ওমর আবদুল্লাহ। সেই বৈঠকের পর, জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ বলেন, “আমরা, জম্মু ও কাশ্মীরের সর্বদলীয় বৈঠকের অংশগ্রহণকারীরা, ২২ এপ্রিল ২০২৫ তারিখে পহেলগাঁও-এ নিরীহ বেসামরিক নাগরিকদের উপর সাম্প্রতিক বর্বর হামলায় গভীরভাবে মর্মাহত এবং ব্যথিত। সম্মিলিত সংহতি এবং সংকল্পের চেতনায় এই প্রস্তাব গ্রহণ করি। আমরা দ্ব্যর্থহীনভাবে পহেলগাঁও-এ নিরীহ বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে হত্যা করা জঘন্য, অমানবিক হামলার তীব্র নিন্দা জানাই। শান্তিপ্রিয় নাগরিকদের বিরুদ্ধে এই ধরনের কাপুরুষোচিত বর্বরতার সমাজে কোনও স্থান নেই এবং এটি কাশ্মীরিত্বের মূল্যবোধ এবং ভারতের ধারণার উপর সরাসরি আক্রমণ, যা দীর্ঘদিন ধরে এই অঞ্চলে ঐক্য, শান্তি এবং সম্প্রীতির প্রতীক”।
/anm-bengali/media/media_files/yWbbulhUxSwD0KlG8Y9m.jpg)