নিজস্ব সংবাদদাতা : আজ ত্রিভাষা নীতি নিয়ে কথা বলতে গিয়ে ফের একবার নিজের অবস্থান স্পষ্ট করলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম. কে. স্টালিন। তিনি বলেন, "বিজেপি ছাড়া অন্যান্য সমস্ত দলই, ত্রিভাষা নীতির বিরুদ্ধে আমাদের আনা এই প্রস্তাবকে সমর্থন করেছে। আমরা এই নীতি কখনই মেনে নেব না।"
/anm-bengali/media/media_files/ictGeNkvljf1pJDtXmRj.jpg)
এছাড়াও রাজ্যের বিরোধী দলনেতাকে কটাক্ষ করে তিনি বলেন, "আমি জানতে পেরেছি যে রাজ্যের বিরোধী দলনেতা এডাপ্পাডি কে. পালানিস্বামী দিল্লি গেছেন, কিন্তু তিনি কার সঙ্গে দেখা করতে দিল্লি যাচ্ছেন ? আমি আশা করি, তিনি এই বিষয়ে কেন্দ্রের কাছে দাবি তুলবেন। আমরা কেউই কোনও ভাষার বিরুদ্ধে নয়, তবে জোর করে কোনও ভাষা চাপিয়ে দেওয়াকে আমরা কখনই মেনে নিতে পারি না।"