নিজস্ব সংবাদদাতা: মঙ্গলবার বিজেপি বিরোধী জোট 'ইন্ডিয়া'র বৈঠক রয়েছে। তার পরে বুধবার রাজ্যের পাওনা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগে সোমবার দিল্লিতে সাংবাদিক বৈঠকে 'তাত্পর্যপূর্ণ' মন্তব্য করেন তৃণমূলনেত্রী তথা বাংলার মুখ্যমন্ত্রী। মমতা সোমবার স্পষ্ট করে দেন যে মোদী ও অমিত শাহের সঙ্গে তাঁর কোনও 'ব্যক্তিগত সমস্যা' নেই। মমতার কথায়, ''বিজেপির পুরনো দিনের নেতারা সব কোথায় গেলেন? কেন তাঁরা আস্তে আস্তে ঘরে ঢুকে যাচ্ছেন?'' অতীতেও মমতা একাধিকবার দাবি করেছেন যে অটলবিহারী বাজপেয়ীর বিজেপি এবং মোদী-শাহের বিজেপি এক নয়। বাজপেয়ী জমানায় কেন্দ্রে এনডিএ সরকারে গুরুত্বপূর্ণ দফতরের মন্ত্রীর পদে ছিলেন খোদ মমতা।