সাংসদ পদ ফিরে পাচ্ছেন রাহুল, খুশি TMC নেত্রী মমতা

'মোদী' পদবি মামলায় তাঁকে যে দুই বছরের কারাদণ্ডের দিয়েছিল গুজরাটের নিম্ন আদালত, তাতে স্থগিতাদেশ জারি করল সুপ্রিম কোর্ট। এদিকে এই নিয়ে এবার টুইট করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

author-image
SWETA MITRA
New Update
mamata rahu.jpg

নিজস্ব সংবাদদাতাঃ এবার কংগ্রেস নেতা রাহুল গান্ধীর (Rahul Gandhi) পাশে দাঁড়ালেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) 'মোদী পদবীনিয়ে মানহানি মামলায় কংগ্রেস নেতা রাহুল গান্ধীর সাজার ওপর সুপ্রিম কোর্ট স্থগিতাদেশ জারি করেছে। আর এই নিয়ে এবার টুইট করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লেখেন, ‘রাহুল গান্ধীকে নিয়ে সুপ্রিম কোর্টের রায়ে আমি খুশি। এটি আমাদের মাতৃভূমির জন্য ঐক্যবদ্ধভাবে লড়াই করার এবং জয়ের জন্য ভারত (I.N.D.I.A) জোটের সংকল্পকে আরও শক্তিশালী করবে। বিচার বিভাগের বিজয়।