নিজস্ব সংবাদদাতাঃ সিকিমে (Sikkim) আচমকা আসা হরপা বানে নিখোঁজ হয়ে গিয়েছেন ভারতীয় সেনাবাহিনীর বহু জওয়ান। এদিকে এই ঘটনা নিয়ে এবার উদ্বেগ প্রকাশ করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি আজ বুধবার এক টুইট বার্তায় লেখেন, ‘সিকিমে আকস্মিক বন্যার পর ২৩ জন সেনার নিখোঁজ হওয়ার খবর পেয়ে গভীরভাবে উদ্বিগ্ন আমি। এই বিষয়ে আমাদের সরকারের পক্ষ থেকে সংহতি প্রকাশ এবং সহায়তার প্রতিশ্রুতি দেওয়ার পাশাপাশি আমি উত্তরবঙ্গের সংশ্লিষ্ট সকলকে দুর্যোগ রোধে চলতি মরসুমে সর্বাধিক সতর্কতা বজায় রাখার আহ্বান জানাচ্ছি। ইতিমধ্যেই আমার মুখ্য সচিবকে দুর্যোগ ব্যবস্থাপনা প্রস্তুতির ব্যবস্থা সমন্বয় করতে বলেছি। কালিম্পং, দার্জিলিং এবং জলপাইগুড়ি জেলার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার জন্য সমস্ত পদক্ষেপ নেওয়া হয়েছে। রাজ্যের সিনিয়র মন্ত্রী এবং সিনিয়র আইএএস অফিসারদের উদ্ধার ও ত্রাণ তৎপরতা তদারকির জন্য উত্তরবঙ্গে পাঠানো হয়েছে।‘
উল্লেখ্য, উত্তর সিকিমের লোনাক হ্রদে হঠাৎ মেঘ ফেটে যাওয়ার ফলে লাচেন উপত্যকার তিস্তা নদীতে আকস্মিক বন্যা দেখা দেয়, যার ফলে ২৩ জন সেনা সদস্য ভেসে যায় এবং তাদের শিবির ও গাড়ি ডুবে যায়। কর্মকর্তারা বুধবার জানান, আকস্মিক বন্যা এবং একটি বাঁধ থেকে পানি ছাড়ার কারণে পরিস্থিতি আরও খারাপ হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে এ বন্যা দেখা দেয়। প্রতিরক্ষা কর্মকর্তারা জানিয়েছেন, উপত্যকার বেশ কয়েকটি স্থাপনা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি।
চুংথাং বাঁধ থেকে জল ছাড়ার কারণে হ্রদের জলস্তর হঠাৎ করে ১৫ থেকে ২০ ফুট বেড়ে যায়। কর্মকর্তারা জানিয়েছেন, সিংটামের কাছে বারডাংয়ে পার্ক করা সেনাবাহিনীর গাড়িগুলি ডুবে গেছে। এক সেনা কর্তা বলেন, ২৩ জন সেনা সদস্য নিখোঁজ হয়েছেন এবং ৪১টি গাড়ি কাদায় ডুবে গেছে। কর্মকর্তারা জানিয়েছেন, তল্লাশি ও উদ্ধার অভিযান চলছে। এদিকে এহেন ঘটনাকে ঘিরে দেশজুড়ে উদ্বেগের পরিস্থিতি তৈরি হয়েছে।