'আমাদের দায়িত্ব দিন!', মোদীকে সোজা চ্যালেঞ্জ ছুঁড়লেন মমতা

আজ সুপ্রিম কোর্টে মণিপুরের দুটি প্রধান ইস্যুর শুনানি চলছে। কপিল সিব্বল বলেন, 'আমরা মণিপুর পুলিশের সিবিআই তদন্ত চাই না। ' আজ সোমবার বিধানসভায় দাঁড়িয়ে মণিপুর ইস্যুতে সরাসরি দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চ্যালেঞ্জ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

author-image
SWETA MITRA
আপডেট করা হয়েছে
New Update
MAMATA MODI PARLIA.jpg

নিজস্ব সংবাদদাতাঃ মণিপুর ইস্যুতে আজ বিধানসভা দফায় দফায় অশান্ত হয়ে উঠেছে। আজ সোমবার বিধানসভায় দাঁড়িয়ে মণিপুর ইস্যুতে সরাসরি দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)-কে চ্যালেঞ্জ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি আজ বলেন, 'মণিপুর সামলাতে ব্যর্থ প্রধানমন্ত্রী। মণিপুর শান্ত না করতে পারলে আমাদের দায়িত্ব দিন। বাংলায় কাউকে কোনও ইঁদুর কামড়ালেও রাজ্যে কেন্দ্রীয় টিম চলে আসে। এবার ক্ষমতায় ইন্ডিয়া (I.N.D.I.A) আসবে। '