নিজস্ব সংবাদদাতা : আজ আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা নিজের এক্স ( টুইটার ) হ্যান্ডেল থেকে আজকের বেশকিছু গুরুত্বপূর্ণ কর্মসূচির কথা জানিয়েছেন। তার টুইট মারফত জানা যাচ্ছে যে, তিনি আজ আসামের নগাঁও সফরে যাবেন, এবং সেখানে তিনি একটি নতুন লাইব্রেরি এবং একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করবেন।
/anm-bengali/media/media_files/2025/03/24/jX9oQ7EJ7U6hYehuqR3W.webp)
তিনি লেখেন, “নগাঁও শহরে আজ আমি এমন একটি প্রকল্প উদ্বোধন করতে যাচ্ছি, যা গত ৫০ বছর ধরে মানুষের চাহিদা ছিল। আজ বিকেলে আমি কামপুরের মানুষের সঙ্গেও নিজের মতবিনিময় করব।”