নিজস্ব সংবাদদাতা: দুর্নীতি মামলায় একাধিকবার তলব করা হয়েছিল ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীকে। কিন্তু তিনি হাজিরা দেননি। একাধিকবার তলব করার পরেও কেন হাজিরা দিচ্ছেন না হেমন্ত সোরেন, তার জন্য গতকাল ইডি তৎপর হয়। কিন্তু গত সোমবার থেকেই তাঁর খোঁজ পাচ্ছিলেন না তদন্তকারীরা। ঝাড়খণ্ড থেকে পাটনা একাধিক জায়গায় তল্লাশি চালিয়েও মেলেনি তাঁর খোঁজ।
টানা দু’দিন নিখোঁজ থাকার পর গতকাল অবশেষে মেলে তাঁর খোঁজ। প্রকাশ্যে আসেন হেমন্ত সোরেন। আর আজই ইডির মুখোমুখি হতে চলেছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী। বর্তমানে ব্যবস্থাপনা তুঙ্গে। মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে জারি রয়েছে ১৪৪ ধারা। রয়েছে কঠোর নিরাপত্তা বলয়। আজ ইডির মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী কি বলেন, এখন সেটাই দেখার।