বিধায়ক চুরি! হিমাচল প্রদেশে তীব্র রাজনৈতিক সঙ্কটে কী বলছেন মুখ্যমন্ত্রী

হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু বলেছেন, "সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমি সমস্ত কিছু জানতে পেরেছি। বিধায়কদের সঙ্গে তাঁদের পরিবারও রয়েছে। চণ্ডীগড় থেকে তাঁরা একটি চ্যাটার্ড বিমানে উঠেছেন।"

author-image
Tamalika Chakraborty
New Update
himachal cm editted .jpg

নিজস্ব সংবাদদাতা: বিদ্রোহী কংগ্রেস বিধায়কদের প্রসঙ্গে পালমপুরে হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু বলেছেন, "সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমি জানতে পেরেছি যে পাঁচকুলার হোটেল থেকে বিধায়কদের সরিয়ে দেওয়া হয়েছে।

himachal cm edit.jpg

চণ্ডীগড় থেকে একটি চার্টার প্লেন বিধায়করা যখন যান, তখন তাঁদের সঙ্গে তাঁদের পরিবারের সদস্যরা ছিলেন। তাঁদের ফিরে যাওয়ার জন্য চাপ দেওয়া হচ্ছে। কিছু বিধায়ক এই ঘটনার জন্য দুঃখিত। তাঁদের সিআরপিএফ নিরাপত্তার মধ্যে রাখা হয়েছে। এভাবেই কি গণতন্ত্র মজবুত থাকবে? ঘোড়দৌড় গণতন্ত্রকে দুর্বল করে। কোনো বিধায়ক আমার সঙ্গে যোগাযোগ করেননি।"

himachal pradesh cm.jpg

 

 tamacha4.jpeg

tamacha3.jpeg

tamacha1.jpg

tamacha.jpeg