আমাদের জাতি নিরাপদ থাকলে আমাদের ধর্মও নিরাপদ থাকবে! কাদের ইঙ্গিত করলেন মুখ্যমন্ত্রী

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেন, আমাদের জাতি নিরাপদ থাকলে আমাদের ধর্মও নিরাপদ থাকবে।

author-image
Tamalika Chakraborty
New Update
yogi tkl1.jpg

নিজস্ব সংবাদদাতা: উত্তর প্রদেশের বারাণসীতে স্বরভেদ মহামন্দিরে শতাব্দী মহোৎসবে যোগ দিয়েছেন  মুখ্যমন্ত্রী যোগী আদিত্য নাথ। সেখানে তিনি বলেন,  "প্রত্যেক কাজ দেশের নামে হওয়া উচিত, আমাদের কোনও ব্যক্তিগত অস্তিত্ব নেই। আমাদের জাতি নিরাপদ থাকলে আমাদের ধর্মও নিরাপদ থাকবে আমাদের ধর্ম নিরাপদ থাকলে আমরাও নিরাপদ থাকব।"

yyogiio.jpg