নিজস্ব সংবাদদাতাঃ ভোপালের সাতপুরা ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। জানা গিয়েছে, স্বাস্থ্য অধিদফতরের অফিস থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত। পরে ভবনটি খালি করে দেওয়া হয়। আগুনে সরকারি ফাইল পুড়ে গেছে বলে জানা গেছে। মধ্যপ্রদেশের মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান আগুন লাগার প্রাথমিক কারণ খুঁজে বের করার জন্য একটি কমিটি গঠন করেছেন।
কমিটিতে রয়েছেন অতিরিক্ত মুখ্য সচিব (এসিএস) স্বরাষ্ট্র রাজেশ রাজৌরা, মুখ্য সচিব (পিএস) আরবান নীরজ মান্ডলোই, গণপূর্ত বিভাগের মুখ্য সচিব (পিএস) সুখবীর সিং এবং অতিরিক্ত পুলিশ মহাপরিচালক (এডিজি) ফায়ার।
তদন্তে প্রাথমিক কারণ খুঁজে পাওয়ার পরে কমিটি মুখ্যমন্ত্রী চৌহানের কাছে রিপোর্ট হস্তান্তর করবে বলে জানা গিয়েছে।
সূত্রে খবর, মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে ফোনে কথা বলেছেন এবং সাতপুরা ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা সম্পর্কে অবহিত করেছেন। তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে প্রয়োজনীয় সহায়তাও চেয়েছেন।