নিজস্ব সংবাদদাতা: মৌনী অমাবস্যায় ভক্তদের প্রবল ভিড়ের চাপে পদপিষ্টের ঘটনা ঘটে ছিল মহাকুম্ভ মেলা প্রাঙ্গণে। যা নিয়ে প্রশ্নের মুখে পড়েছিল উত্তর প্রদেশের নিরাপত্তা ব্যবস্থা। আজ আরও এক অমৃত স্নান মুহুর্ত। বসন্ত পঞ্চমী উপলক্ষ্যে আজ মহাকুম্ভ মেলায় চলছে অমৃত স্নান। যাতে আর কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে তাই এবার মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ নিজে খতিয়ে দেখলেন সবকিছু।
এদিন ভোর ৩.৩০ মিনিট থেকে তাঁর সরকারি বাসভবনের ওয়ার রুমে বসন্ত পঞ্চমীর 'অমৃত স্নান' সম্পর্কে নিয়মিত আপডেট নিচ্ছেন যোগী আদিত্যনাথ। এছাড়াও তাঁর সাথে রয়েছেন ডিজিপি, মুখ্য সচিব স্বরাষ্ট্র এবং মুখ্যমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তারা। প্রয়োজনীয় নির্দেশনা দিচ্ছেন তিনি সেখান থেকেই।