'আমার বৃদ্ধ বাবাকে গালি দিয়ে ভোট চাইছেন বিজেপি নেতা'! কেঁদে ফেললেন মুখ্যমন্ত্রী

সোমবার সাংবাদিক সম্মেলনে রমেশ বিধুরীর বিতর্কিত বক্তব্য নিয়ে প্রশ্ন তোলেন অতীশি।

author-image
Anusmita Bhattacharya
New Update
aticm

নিজস্ব সংবাদদাতা: কালকাজি আসনের বিজেপি প্রার্থী রমেশ বিধুরির বিতর্কিত বক্তব্য নিয়ে প্রেস কনফারেন্সে আবেগপ্রবণ হয়ে পড়েন দিল্লির মুখ্যমন্ত্রী অতীশি। নির্বাচনের স্বার্থে রমেশ বিধুরী এমন খারাপ কাজ করতে পারেন বলে জানান অতীশি। দাবি, ভোটের জন্য একজন বয়স্ক ব্যক্তিকে লাঞ্ছিত করা হচ্ছে। মুখ্যমন্ত্রী বলেন, আপনি ১০ বছর এমপি, আমার বাবাকে গালি না দিয়ে কাজের নামে ভোট চান।

সোমবার সাংবাদিক সম্মেলনে রমেশ বিধুরীর বিতর্কিত বক্তব্য নিয়ে প্রশ্ন তোলেন অতীশি। সিএম অতীশি বলেন, আমার বাবা সাপোর্ট ছাড়া হাঁটতে পারেন না। নির্বাচনের দোহাই দিয়ে এত খারাপ ব্যবহার করবেন, একজন বয়স্ক ব্যক্তিকে গালি দেবেন। মুখ্যমন্ত্রী বলেন, রাজনীতির দোহাই দিয়ে এত নিম্নস্তরে নামবেন ভাবিনি। তিনি বলেন, রমেশ বিধুরী ১০ বছর ধরে দক্ষিণ দিল্লির সাংসদ। এই 10 বছরে তিনি কালকাজির মানুষের জন্য কী কাজ করেছেন? অতীশি বলেন, ভোট চাইতে হলে তিনি বলবেন যে ১০ বছরে অতীশি যত কাজ করেছেন তার চেয়ে ভালো করেছেন। তিনি বলেন, কাজের ভিত্তিতে নির্বাচনে ভোট চাইছেন, আমার বৃদ্ধ বাবাকে গালাগালি করে ভোট চাইছেন।

দিল্লিতে এক সমাবেশে রমেশ বিধুরি বলেছিলেন যে অতীশি তার বাবাকে পরিবর্তন করেছেন। আগে তিনি ছিলেন মারলানা, এখন তিনি লিও। এই বিবৃতিটি কেবল রাজনৈতিক বিতর্কের জন্ম দেয়নি, বিধুরী কীভাবে তার নির্বাচনী কৌশলে ব্যক্তিগত আক্রমণকে অন্তর্ভুক্ত করছে তাও প্রমাণ করেছে। এর সাথে তিনি সঞ্জয় সিংকে "ব্ল্যাকিয়া" বলেছিলেন, যা তার দ্বারা আক্রমণের আরেকটি উদাহরণ।