নিজস্ব সংবাদদাতাঃ মুখ্যমন্ত্রী অশোক গেহলট রবিবার নিজের জেলা যোধপুরে সফরে গিয়েছিলেন। এ সময় যোধপুরের মানুষকে বড় উপহার দেন মুখ্যমন্ত্রী। তিনি ১১০০ কোটি টাকারও বেশি মূল্যের উন্নয়নমূলক কাজের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। যোধপুরের প্রতিষ্ঠাতা রাও যোধার নামে নামকরণ করা এই রাস্তার উদ্বোধন করতে গিয়ে গেহলট বলেন, "আমি ১৯৮০ সালে প্রথম নির্বাচনে জিতেছিলাম। এখন আমিও বুড়ো হয়ে গেছি, আমারও বয়স এখন ৭২ বছর। আমি যখন বিজয়ী হয়ে রাত ২টায় ক্লক টাওয়ারে আসি, তখন একটি চমৎকার শোভাযাত্রা বের করা হয়।" মুখ্যমন্ত্রী আরও বলেন, "সেদিন আমি বলেছিলাম যে আমি দিল্লি যাচ্ছি। দিল্লি যাওয়ার পর অনেক সময় অনেকের উদ্দেশ্য নষ্ট হয়ে যায়। এজন্যই আমি এটা আপনাদের ওপর ছেড়ে দিচ্ছি। আপনার প্রতিনিধি ভারতের যে কোনও কোণে থাকা উচিত, জীবনে যদি কোনও অভিযোগ আসে তবে আমার কান ধরার অধিকার আপনার সকলের রয়েছে।"