অজিত পাওয়ার-শিন্ডে শিবির, বিধানসভা ভোটে হারার ভয়ে দলত্যাগ বহু নেতার! সামনে এল বড় তথ্য

অজিত পাওয়ারের নেতৃত্বাধীন এনসিপিকে আক্রমণ করলেন এনসিপি (এসসিপি) নেতা এবং জাতীয় মুখপাত্র ক্লাইড ক্রাস্টো।

author-image
Aniruddha Chakraborty
New Update
;।মন

নিজস্ব সংবাদদাতাঃ এনসিপি (এসসিপি) নেতা এবং জাতীয় মুখপাত্র ক্লাইড ক্রাস্টো বলেছেন, "লোকসভা নির্বাচনে অজিত পাওয়ারের নেতৃত্বাধীন এনসিপি খুব খারাপ ফল করেছে। তাঁর সঙ্গে যাঁরা গিয়েছিলেন, তাঁরা সকলেই পরাজয় দেখেছেন। এখন যাঁরা তাঁর সঙ্গে গিয়েছেন, তাঁরা বলছেন, অজিত পাওয়ারের সঙ্গে থাকলে আগামী নির্বাচনে হেরে যেতে পারেন তাঁরা। বিধানসভা ভোটের আগে অনেকেই অজিত পাওয়ার ও একনাথ শিন্ডেকে ছেড়ে চলে যেতে পারেন।"