বন্ধ হচ্ছে কাজিরাঙার দরজা!

কাজিরাঙায় প্রজনন মরশুমে যাতে প্রাণীদের বিরক্ত না করা হয়, তাদের সুরক্ষার কথা ভেবেই পর্যটকদের প্রবেশ বন্ধ করা হয়। তখন বন্যপ্রাণীরা অভয়ারণ্য সংলগ্ন এলাকায় চলে আসে। সেই দিকটি বিশেষ লক্ষ্য রাখতে হয়।

author-image
Pallabi Sanyal
New Update
kajiranga

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা : পশু প্রেমীদের জন্য দুঃসংবাদ। বন্ধ হতে চলেছে কাজিরাঙার দরজা। তবে ভয় পাওয়ার কোনো কারণ নেই। প্রতিবারের মতো বর্ষার আগে মাস চারেকের জন্য এই বিশ্ববিখ্যাত অভয়ারণ্যের দরজা বন্ধ করতে চলেছে অসম বন বিভাগ। বন্যা ছাড়াও প্রাণীদের প্রজননের মরশুমে  কাজিরাঙাকে পর্যটক শূন্য রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।এলিফ্যান্ট সাফারি আগামী ১ মে থেকে বন্ধ থাকবে এবং জিপ সাফারি আগামী ১৬ মে থেকে বন্ধ থাকবে বলে বিজ্ঞপ্তি মারফত জানানো হয়েছে।

প্রসঙ্গত, সাধারণত বর্ষার কারণে প্রতি বছর মে থেকে অক্টোবর পর্যন্ত বন্ধ থাকে কাজিরাঙা অভয়ারণ্য। কারণ প্রতিবছর বর্ষার সময় বন্যা হয় ব্রহ্মপুত্র উপত্যকায়। এই উপত্যকায় বন্যার কারণে কাজিরাঙা বনভূমির বিস্তীর্ণ অংশ জলে ডুবে যায়। গত বছরেও ভয়াবহ বন্যা  পরিস্থিতি তৈরি হয়েছিল। তবে এবছর  প্রাণীদের সুরক্ষার জন্য পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানা যাচ্ছে। অন্যদিকে, প্রজনন মরশুমে যাতে প্রাণীদের বিরক্ত না করা হয়, তাদের সুরক্ষার কথা ভেবেই পর্যটকদের প্রবেশ বন্ধ করা হয়। তখন বন্যপ্রাণীরা অভয়ারণ্য সংলগ্ন এলাকায় চলে আসে। সেই দিকটি বিশেষ লক্ষ্য রাখতে হয়।