বড় খবরঃ প্রথমবার ভারতে মিলল এই ভয়াবহ ভাইরাসের হদিশ! আতঙ্ক

মাঙ্কিপক্সের ক্লাড ১ স্ট্রেন নিয়ে জানা গেল বড় খবর।

author-image
Aniruddha Chakraborty
New Update
km

file pic

নিজস্ব সংবাদদাতাঃ ভারতে প্রথমবার মাঙ্কিপক্সের ক্লাড ১ স্ট্রেনে আক্রান্তের খোঁজ পাওয়া গেল। সোমবার সরকারি সূত্রে খবর,  কেরালার এক ব্যক্তির দেহে এই ক্লাড ১ স্ট্রেনের হদিশ পাওয়া গিয়েছে। মাঙ্কিপক্সের এই ক্লাড ১ স্ট্রেন নিয়েই সতর্কতা জারি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এবার সেই স্ট্রেনের খোঁজ পাওয়া যাওয়ায় উদ্বেগ বাড়ছে।

সূত্রে খবর, কেরালার মালাপপুরম জেলার এক বছর আটত্রিশের ব্যক্তির দেহে মাঙ্কিপক্সের ক্লাড ১ স্ট্রেন পাওয়া গিয়েছে। তিনি সম্প্রতি সংযুক্ত আরব আমিরশাহি থেকে ফিরেছিলেন। আক্রান্ত ব্যক্তি বর্তমানে স্থিতিশীল রয়েছেন। তাঁর চিকিৎসা চলছে।

সরকারি সূত্র বলছে, “মাঙ্কিপক্সের ক্লাড ১ স্ট্রেন নিয়ে সতর্কতা জারি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সেই স্ট্রেন ভারতে প্রথম পাওয়া গেল।” জানা গিয়েছে, কেরালার আক্রান্ত ব্যক্তির দেহে ক্লাড ১ স্ট্রেন পাওয়ার কথা স্বীকার করেছেন কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের এক মুখপাত্র মনীষা ভর্মা।

এর আগে দিল্লিতে বছর ছাব্বিশের এক যুবকের দেহে মাঙ্কিপক্সের হদিশ পাওয়া গিয়েছিল। হরিয়ানার হিসারের ওই যুবক মাঙ্কিপক্সের প্রাদুর্ভাব রয়েছে, আফ্রিকার এমন একটি দেশ থেকে ভারতে আসেন। তবে তাঁর দেহে মাঙ্কিপক্সের ক্লাড ২ স্ট্রেনের হদিশ পাওয়া যায়। ক্লাড ২ স্ট্রেন নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে অবশ্য কোনও সতর্কতা জারি করা হয়নি।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, ক্লাড ২ স্ট্রেন অতটা মারাত্মক নয়। কিন্তু, মাঙ্কিপক্সের ক্লাড ১ স্ট্রেনে আক্রান্ত গুরুতর অসুস্থ হতে পারেন। এই স্ট্রেন দ্রুত ছড়িয়েও পড়ে। চলতি বছরে আফ্রিকা মহাদেশে ৩০ হাজারের বেশি মানুষ মাঙ্কিপক্সে আক্রান্ত হয়েছেন। ৮০০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে।