নিজস্ব সংবাদদাতা: আজ বিশ্ব জুড়েই পালিত হচ্ছে ক্রিসমাস ডে। তার প্রভাব দেখা যাচ্ছে ভারতেও। সুপ্রিম কোর্টে ক্রিসমাস ডে উপলক্ষ্যে হয়ে গেল বিশেষ অনুষ্ঠান। সেখানে প্রধান বক্তব্য পেশ করেন সিজেআই ডিওয়াই চন্দ্রচূড়।
এদিন তিনি বলেন, “আমাদের বারের সদস্যদের জন্য একটি নতুন চেম্বার তৈরি করা হবে। যাদের বর্তমানে চেম্বার নেই, তাঁদের জন্যেই তৈরি করা হচ্ছে চেম্বার। যার জন্য আমরা অধিগ্রহণ করেছি সংলগ্ন জমি। গত বছর আমরা ৫২০০০ মামলা নিষ্পত্তির নজিরবিহীন রেকর্ড গড়েছি। আগামী দিনে সেই সংখ্যা আরও বাড়বে বলেই মনে করা হচ্ছে”।