নিজস্ব সংবাদদাতা: গতবারের শুনানিতেই সিজেআই ডি ওয়াই চন্দ্রচূড় বলেছিলেন কর্মবিরতি প্রত্যাহার করুক জুনিয়র চিকিৎসকেরা। সেই জন্যে তাঁদের নিরাপত্তা সুনিশ্চিত করতে আরজি করের নিরাপত্তার দায়িত্বে যোগ দেয় সিআইএসএফ। তবে এই একমাসে কাজে যোগ দেননি জুনিয়র ডাক্তাররা। কেননা তাঁদের দাবি একটাই, সঠিক বিচার হওয়ার পরই তারা কাজে ফিরবেন। তাঁদের বোন, তাঁদের কলিগ, তাঁদের দিদি ন্যায় বিচার পেলেই তবে তারা কাজে ফিরবেন। তবে এবার তাঁদের এই সব দাবি দাওয়ার মাঝে সময় বেঁধে দিলেন প্রধান বিচারপতি।
File Picture
শীঘ্রই কাজে ফিরতে হবে বলে জানিয়ে দিলেন তিনি। এদিন সিজেআই বলেন, ‘এতোদিন আমরা বলেছিলাম, যে জুনিয়র ডাক্তারদের দাবি সঙ্গত। তাই তাঁদের ক্ষেত্রে কোনও পদক্ষেপ নেওয়া যাবে না। তবে আমরা বেশিদিন সরকারকে আটকেও রাখতে পারব না’। এরপরই আরও স্পষ্ট করে বিচারপতি বলেন, ‘আগামীকাল বিকেল ৫টার মধ্যে কাজে ফিরতে হবে জুনিয়র চিকিৎসকদের। আর তেমনটা হলে রাজ্য সরকার ততোক্ষণ পর্যন্ত ব্যবস্থা নিতে পারবে না। কিন্তু তারপর সরকার চাইলে ব্যবস্থা নিতে পারে। সেক্ষেত্রে আদালত কোনও হস্তক্ষেপ করতে পারবে না”।