নিজস্ব সংবাদদাতাঃ সকাল সকাল অন্ধ্রপ্রদেশ থেকে বড় খবর সামনে এল। জানা গিয়েছে, তেলুগু দেশম পার্টির সভাপতি ও অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডুকে শনিবার ভোরে গ্রেফতার করেছে নান্দিয়াল পুলিশ।
সূত্রে খবর, নান্দিয়াল রেঞ্জের ডিআইজি রঘুরামী রেড্ডি এবং ক্রাইম ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টের (সিআইডি) নেতৃত্বে পুলিশের একটি বিশাল দল রাত তিনটে নাগাদ শহরের আরকে ফাংশন হলে নাইডুর শিবিরে অভিযান চালায়। সেই সময় তিনি তার কাফেলায় বিশ্রাম নিচ্ছিলেন। তবে টিডিপি ক্যাডারদের কাছ থেকে পুলিশ কঠোর প্রতিরোধের মুখোমুখি হয়েছিল, যারা প্রচুর সংখ্যায় সেখানে জড়ো হয়েছিল। এমনকি নাইডুর পাহারায় থাকা এসপিজি বাহিনীও পুলিশকে অনুমতি দেয়নি, কারণ নিয়ম অনুযায়ী ভোর সাড়ে পাঁচটা পর্যন্ত কাউকে নাইডুর কাছে পৌঁছাতে দেওয়া যাবে না। শেষ পর্যন্ত সকাল ৬টা নাগাদ পুলিশ রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডুকে গ্রেফতার করে।
ডিআইজি প্রাক্তন মুখ্যমন্ত্রীকে জানান, এপি স্কিল ডেভেলপমেন্ট কর্পোরেশন কেলেঙ্কারিতে গ্রেফতার করা হচ্ছে, যেখানে তিনি এক নম্বর অভিযুক্ত। এই সংক্রান্ত একটি নোটিশ তার কাছে হস্তান্তর করা হয়েছে।