প্রসঙ্গ সার্জিক্যাল স্ট্রাইক, প্রতিবাদ করে রুখে দাঁড়ালেন চিরাগ

তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীর বিবৃতিতে ক্ষোভে ফুঁসছে এনডিএ শিবির।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update

File Picture

নিজস্ব সংবাদদাতা: সার্জিক্যাল স্ট্রাইক এবং পুলওয়ামা হামলা নিয়ে তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী ও কংগ্রেস নেতা রেভান্থ রেড্ডির বিবৃতিতে ক্ষোভে ফুঁসছে এনডিএ শিবির। এদিন এই সংক্রান্ত বিষয়ে এলজেপির জাতীয় সভাপতি চিরাগ পাসওয়ান বলেন, "এই ব্যক্তিরা সেনাবাহিনীদের নিয়ে যতবার প্রশ্ন তোলে, ঠিক ততোটাই যদি তাদের মনোবল বাড়াতে করত! অন্তত তার ১০ শতাংশ করলেও হত। সেনাবাহিনীর কিছু জিনিস আছে যা জাতি, অঞ্চল বা দলীয় রাজনীতি নির্বিশেষে করা দরকার। বিরোধীদের কি আলোচনা করার বা কথা বলার কোনও বিষয় নেই? সেই জন্যেই কি তারা আমাদের সরকারকে কোণঠাসা করতে এতো মরিয়া? এই ধরনের ইস্যু উত্থাপন করা, এটাই দেখায় যে বিরোধীদের কাছে আমাদের সরকারকে কোণঠাসা করার সত্যিই কোনো টপিক নেই”।

modi chirag.jpg

Jammu Kashmir: ভিন রাজ্যের শ্রমিকের হত্যাকান্ডে মুখ খুলল বিজেপি

Add 1