নিজস্ব সংবাদদাতা: বিজেপি-নেতৃত্বাধীন এনডিএ সরকারে তাকে ক্যাবিনেট মন্ত্রী বানানোর জল্পনা নিয়ে, এলজেপি (রাম বিলাস) প্রধান চিরাগ পাসোয়ান এদিন বলেন, “আমার লক্ষ্য পরিষ্কার ছিল - আমার প্রধানমন্ত্রীকে দেশের প্রধানমন্ত্রী করা তৃতীয়বারের জন্যে। আমার আনন্দ করার সবচেয়ে বড় কারণ হল আমরা এই লক্ষ্য অর্জন করতে যাচ্ছি। কে সরকারের অংশ হবে আর কে হবে না, কে মন্ত্রী হবেন আর কে হবেন না সেটা অগ্রাধিকার নয়। গতকাল এনডিএ বৈঠকে আমরা আবারও প্রধানমন্ত্রী হিসেবে তাঁকেই মেনে নিলাম”।
/anm-bengali/media/media_files/chirag1webp)
/anm-bengali/media/media_files/h54Bm6xWWg2vQAUTQwp8.webp)