আমার মুখ্যমন্ত্রীর অ্যান্টি দলিত মানসিকতা! ক্ষোভ উগরে দিলেন হেভিওয়েট নেতা

আমার মুখ্যমন্ত্রীর অ্যান্টি দলিত মানসিকতা, এভাবেই বিহারের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন লোক জনশক্তি দলের নেতা চিরাগ পাসওয়ান।

author-image
Anusmita Bhattacharya
New Update
nitishss.jpg

নিজস্ব সংবাদদাতা: 'প্রত্যেকে জানে আমার মুখ্যমন্ত্রীর (নীতিশ কুমার) অ্যান্টি দলিত মানসিকতার কথা। ইন্ডিয়া জোটের প্রধানমন্ত্রী হিসেবে মল্লিকার্জুন খাড়গের নাম প্রস্তাব করার পরেই তাঁর প্রতিক্রিয়া পরিষ্কার যে যারা পিছিয়ে পড়া জাতির তাদের তিনি সহ্য করতে পারেন না। তাঁর এই ব্যবহারের পর জোটের এই বিষয়ে নীরবতা তাদের এই ব্যর্থতাযে স্পষ্ট করে দিচ্ছে', এভাবেই আক্রমণ করলেন লোক জনশক্তি দলের নেতা চিরাগ পাসওয়ান।

hiring.jpg