অবশেষে জয়, বাবার পুরনো অফিসই ফিরে পেলেন চিরাগ!

আজ পুনরায় এলজেপি-র দখলেই গেল সেটি। 

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update

File Picture

নিজস্ব সংবাদদাতা: কেন্দ্রীয় মন্ত্রী এবং এলজেপি (আরভি) প্রধান চিরাগ পাসওয়ান আজ পাটনায় লোক জনশক্তি পার্টির দলীয় কার্যালয় পরিদর্শন করেছেন। তার ভাই এবং চিরাগ পাসোয়ানের বাবা, প্রয়াত কেন্দ্রীয় মন্ত্রী রাম বিলাস পাসোয়ানের মৃত্যুর পর পশুপতি কুমার পারস অফিসটি দখল করেছিলেন। আজ পুনরায় এলজেপি-র দখলেই গেল সেটি। 

chirag05667_21930858.jpg

এদিন সেই প্রসঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী চিরাগ পাসওয়ান বলেন, “এটি একটি স্বাভাবিক প্রক্রিয়ার অংশ ছাড়া আর কিছুই নয়। এটি সরকারি বরাদ্দ। এর সাথে আমার স্মৃতি জড়িয়ে আছে। আমি এখানে আমার শৈশব কাটিয়েছি। আপনাকে মুখোমুখি হতে হবে সব ধরনের পরিস্থিতিরই। এটা আমার জন্য কোনো কৃতিত্ব বা পদক নয়, কিন্তু আমাদের রাজ্য ইউনিট একটা পার্টি অফিসের অনুপস্থিতি অনুভব করত। আমরা রাজ্য সরকারের কাছে একটা অফিস দাবি করেছিলাম কিন্তু আমি মনে করি এটা একটা দরকার ছিল। কয়েকটি মৌলিক প্রয়োজনীয়তা। এটি কাকতালীয় যে আমাদের একই অফিস বরাদ্দ করা হয়েছে যার সাথে আমার বাবার অনেক স্মৃতি জড়িয়ে আছে”।

chirag paswannj.jpg