নিজস্ব সংবাদদাতা : ২০২১ সালে তৎকালীন মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ের মেয়াদ ফুরনোর পর তার জায়গায় দায়িত্বে আসেন হরি কৃষ্ণ দ্বিবেদী। এবার এইচ কে দ্বিবেদীরও মেয়াদ ফুরিয়ে আসছে। আগামী ৩০ জুন অবসর নেওয়ার কথা তাঁর। এদিকে রাজ্যে বেজে গিয়েছে পঞ্চায়েত নির্বাচনের দামামা। সে ক্ষেত্রে মুখ্য সচিব অবসর গ্রহণ করলে অনেকটাই চাপ বাড়বে রাজ্যের। তবে, কেন্দ্রের কাছে এইচ কে দ্বিবেদীর মেয়াদ বৃদ্ধির আবেদন জানিয়েছে নবান্ন। তবে কেন্দ্রের তরফে এখনও গ্রিন সিগন্যাল দেখানো হয়নি নবান্নকে। হরিকৃষ্ণ দ্বিবেদীর এক্সটেনশন সংক্রান্ত ফাইল পাঠানো হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অধীনে থাকা দিল্লির কর্মিবর্গ দফতরে।
প্রসঙ্গত, পূর্বে মুখ্য সচিবের কার্যকালের মেয়াদ যেমন বেড়েছে তেমনই অনেকে আবার এক্সটেনশন প্রস্তাব পেয়েও গ্রহণ করেননি।
আলাপন বন্দ্যোপাধ্যায় মুখ্য সচিব থাকাকালীন এইচ কে দ্বিবেদী ছিলেন রাজ্যের স্বরাষ্ট্র সচিব। তিনি ১৯৮৮ সালের ক্যাডারের আইএএস। মুখ্যসচিব হওয়ার আগে তিনি বেশ কিছু দিন অতিরিক্ত মুখ্যসচিবের দায়িত্ব সামলেছেন। তিনি অর্থসচিব ও স্বরাষ্ট্রসচিবেরও দায়িত্ব সামলেছেন।