ওয়াকফ জমিতে মহাকুম্ভ মেলার আয়োজন! কী বলছেন রাম মন্দিরের প্রধান পুরোহিত

রাম মন্দিরের প্রধান পুরোহিত প্রয়াগরাজ কুম্ভ খুব প্রাচীন। তখনও ইসলামের অস্তিত্ব ছিল না।

author-image
Tamalika Chakraborty
New Update
ram mandir Chief Priest

নিজস্ব সংবাদদাতা: সর্বভারতীয় মুসলিম জামায়াতের সভাপতি মাওলানা শাহাবুদ্দিন রাজভি বেরেলভি বার বার একটি দাবিকে উসকে দিচ্ছেন। সেখানে বলা হয়েছে, ওয়াকফ জমিতে কুম্ভের আয়োজন করা হচ্ছে। এই প্রসঙ্গে রাম মন্দিরের প্রধান পুরোহিত আচার্য সত্যেন্দ্র দাস বলেন,  "সত্য হল প্রয়াগরাজ কুম্ভ খুব প্রাচীন। তখনও ইসলামের অস্তিত্ব ছিল না। তিনি কুম্ভের ইতিহাস জানেন না। তাই তিনি বলছেন যে এটি ওয়াকফ জমিতে অনুষ্ঠিত হচ্ছে, এটি সত্য নয়।" 

ram mandir chief preist 1