নিজস্ব সংবাদদাতা: দেশের একাধিক শহরের নাম ইতিমধ্যেই বদলানো হয়েছে। এবার বদলাতে যাচ্ছে মহারাষ্ট্রের আহমেদনগর জেলার নাম। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে ঘোষণা করেছেন যে, রাজ্য সরকারের তরফে আহমেদনগর জেলার নাম অহিল্যা দেবী হোলকারের নামে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বলেছেন, "পুণ্যশ্লোকা অহিল্যা দেবীর কাজ ও কৃতিত্ব ছিল অত্যন্ত মহৎ। সাধারণ মানুষের জন্য তার আত্মত্যাগ সর্বজনবিদিত। সে সময় তিনি জমি, রাজস্ব, কৃষি, মুদ্রা ব্যবস্থা, ডাক পরিষেবার মতো ব্যবস্থা গড়ে তোলেন। তিনি তার সমগ্র জীবন কৃষক ও সাধারণ মানুষের কল্যাণে উৎসর্গ করেছিলেন"। মুখ্যমন্ত্রী আরও বলেন, "যে মাটিতে তিনি জন্মেছেন সেই মাটি তাঁর কাছে অনেক ঋণী"।