নিজস্ব সংবাদদাতা: বিহারে চলছে জাতি-ভিত্তিক আদমশুমারির দ্বিতীয় পর্ব। সেই লক্ষ্যে ইতিমধ্যেই নিজের বাসভবনে পৌঁছেছেন নীতীশ কুমার। সেখান থেকেই এবার জাতি-ভিত্তিক আদমশুমারির পক্ষে বক্তব্য রেখেছেন তিনি। তিনি বলেন, "জাতি-ভিত্তিক আদমশুমারি দেশের সমস্ত রাজ্যে করা হলে তা অত্যন্ত উপকারী হবে। মানুষ খুব শীঘ্রই এই বিষয়ে জানতে পারবে এবং আমরা তাদের মধ্যে সচেতনতা বাড়াব। আমরা কর্মকর্তাদের নির্দেশ দিয়েছি ভুল ছাড়া আদমশুমারি করতে"।