নিজস্ব সংবাদদাতা : সম্প্রতি বিদেশ থেকে আগত টাকা সম্পর্কে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের করা কিছু মন্তব্যের প্রেক্ষিতে আজ নিজের প্রতিক্রিয়া দিলেন অখিলেশ যাদব। তিনি বলেন, “বিদেশ থেকে আসা টাকা কোনও বিরোধী দল পায় না, এই টাকা একমাত্র শাসক দলের কাছেই যায়। কারণ, কেউ দুর্বলদের টাকা দেয় না, বিভিন্ন সুবিধা পেতেই এই টাকা দেওয়া হয় এবং সেই সুবিধা শুধুমাত্র ক্ষমতায় থাকা লোকেরাই দিতে পারে।”
/anm-bengali/media/media_files/QAyeL6ckB2XTZZKeFW2b.jpg)
এরপর তিনি বলেন, “যে দেশ থেকে টাকা এসেছে, সেই দেশের দূতাবাসে গিয়ে মুখ্যমন্ত্রীকে তার বিখ্যাত বুলডোজার চালানোর অনুমতি দেওয়া হোক। কেন্দ্রীয় সরকারকে বলা হোক, যে তারা যোগী আদিত্যনাথকে ভিসা দিক এবং তিনি গিয়ে ওই সমস্ত দূতাবাসের ওপর বুলডোজার চালান।”