নিজস্ব সংবাদদাতা: রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা বলেছেন, "কংগ্রেস গণতন্ত্রকে হত্যা করেছে, ২৫ জুন কালো দিবস হিসেবে পালিত হয়। ২৫ জুন ১৯৭৫ সালের রাতটি এদেশের মানুষের ওপর বজ্রপাতের মতো এসেছিল। মানুষকে জেলে বন্দি করা হয়েছিল। কংগ্রেসও সংবিধানের অপব্যবহার করেছে।
/anm-bengali/media/media_files/aMKY8eHYHMkMEBPFtKH0.jpg)
/anm-bengali/media/media_files/agbpsHjkczXAnwsxvKtb.jpeg)