নিজস্ব প্রতিবেদন : দক্ষিণবঙ্গ সফরের পর এবার উত্তরবঙ্গের পরিস্থিতি খতিয়ে দেখতে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত একাধিক এলাকায় রবিবার তিনি শিলিগুড়ি পৌঁছানোর পর জেলাশাসক ও পুলিশ সুপারদের সঙ্গে বৈঠক করবেন।
বর্তমানে উত্তরবঙ্গ ভারী বৃষ্টিতে ভাসছে, এবং বৃহস্পতিবার থেকে লাগাতার বৃষ্টি চলছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, শনিবার পর্যন্ত এই বৃষ্টিপাত অব্যাহত থাকবে। সিকিম আবহাওয়া দফতর আলিপুরদুয়ার, দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ির বেশ কয়েকটি জায়গায় অতিভারী বৃষ্টির আশঙ্কা প্রকাশ করেছে। তিস্তায় জলস্ফীতি ঘটায় প্রশাসন বাসিন্দাদের সতর্ক করেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই দু’দিনের সফর জেলায় কার্যকরী পদক্ষেপ নিতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে। ১০ নম্বর জাতীয় সড়কসহ পাহাড়ি রাস্তাগুলিতে সতর্কতা জারি করা হয়েছে। শুক্রবার সকালে দার্জিলিঙের মিরিক, ঘুম ও সুখিয়া পোখরি রোডে নতুন করে ধস নামে, যার ফলে একাধিক বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। লোয়ার সিটংয়ের ডায়েরি গাঁওয়েও ধস নেমেছে, এবং দুধিয়া, পানিঘাটা রোডেও ক্ষতি হয়েছে।
বেশ কিছু জায়গায় ধস সরানোর কাজ চলছে এবং রাস্তার একাংশ দিয়ে গাড়ি চলাচল শুরু হয়েছে। তবে কালিম্পং জেলার সিংথাম-রংপো রোডের ২০ মাইল এলাকায় পাহাড় থেকে বোল্ডার নেমে আসায় সেই রাস্তায় গাড়ি চলাচল বন্ধ রাখা হয়েছে। প্রশাসন এ বিষয়ে সতর্কতামূলক ব্যবস্থা নিচ্ছে।