'মেরি মাটি মেরা দেশ' এর অনুষ্ঠানে যোগ দিলেন মুখ্যমন্ত্রী

স্বেচ্ছাসেবকরা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে অমৃত মহোৎসবে মেরি মাটি-মেরা দেশ প্রচারের অধীনে কলশ যাত্রা বের করে। কলেজের অধ্যক্ষ ডঃ সন্তোষ রথী পতাকা উড়িয়ে ক্যাম্পেইন শুরু করেন।

author-image
Adrita
New Update
স

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতাঃ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বপ্নের প্রকল্প 'মেরি মাটি মেরা দেশ'। তার এই স্বপ্নকে বাস্তবায়িত করতে নানা রাজ্যে নানা কর্মসূচীর আয়োজন করা হয়েছে। তার মধ্যে রয়েছে ত্রিপুরার আগরতলাও। 

hiring.jpg

ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা আগরতলার গুরখাবস্তির কাছে স্ক্র্যাপ গার্ডেনে আয়োজিত 'মেরি মাটি মেরা দেশ' এর একটি অনুষ্ঠানে যোগদান করেন। সেখানে তিনি উপস্থিত বাকিদের সাথে মিলে বৃক্ষরোপণ করেন। 

hiring 2.jpeg