রাবণ দহনে ভাগ নিয়েছেন মুখ্যমন্ত্রী ভগবন্ত মান, দেখুন ভিডিও

রাবণের দশ মাথাকে মানুষের দশটি নীচ মানসিকতার প্রতীক। দশটি মাথা আসলে রাগ, লোভ, হিংসা, অহংবোধ, অসহিষ্ণুতা, অসংবেদনশীলতা, ভয়, ঘৃণা, অনুশোচনা, লালসার রূপক প্রকাশ।

author-image
Adrita
New Update
ফ

নিজস্ব সংবাদদাতাঃ সারা দেশ জুড়ে ধুমধামের সাথে পালিত হচ্ছে রাবণ দহন বা দশেরা। কোনও রাজ্যই পিছিয়ে নেই এই রাবণ দহনের পবিত্র উৎসব পালন থেকে। 

hiring.jpg

রাবণ দহনের মধ্যে দিয়ে আমাদের মনের সব পাপ, গ্লানি, হিংসা এবং যা কিছু অশুভ শক্তি সব আগুনের সাথে জ্বলে পুড়ে ভস্ম হয়ে যায়। পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান এই উপলক্ষে হোশিয়ারপুরে 'রাবণ দহন' উদযাপন করছেন। 

hiring 2.jpeg