নিজস্ব সংবাদদাতা: রাজ ঘাটে মহাত্মা গান্ধীকে শ্রদ্ধা জানানোর পরে বলেছেন প্রধান নির্বাচন কমিশনার রাজীব কুমার বলেন, " যখন আমরা ১৬ মার্চ নির্বাচন ঘোষণা করি, তখন আমরা একটি অত্যন্ত সাহসী সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমরা বাপুর (মহাত্মা গান্ধীর)অনুপ্রেরণা নিয়ে সারা দেশে সহিংসতামুক্ত নির্বাচন করব। আমরা সফল হয়েছি। আমরা তাঁর নীতি থেকে শক্তি পেয়েছি। তাই আমরা এখানে তাঁকে শ্রদ্ধা জানাতে এসেছি।"
/anm-bengali/media/media_files/jwI5cZ2Lrn20t4JS4C4D.jpg)
/anm-bengali/media/media_files/agbpsHjkczXAnwsxvKtb.jpeg)