নিজস্ব সংবাদদাতা: বিধানসভা নির্বাচন রয়েছে ছত্তিশগড়েও। ভোটের হার নিয়ে কথা বলতে গিয়ে ছত্তিশগড়ের ডেপুটি সিএম টিএস সিং দেও বলেন, “একদিকে, নির্বাচন কমিশন ১০০ শতাংশ ভোট চায়। তাদের লক্ষ্য হল প্রত্যেকের ভোট দেওয়া উচিত। অন্যদিকে, এই সময়ই দশেরা আছে, দীপাবলি, ভাই দুজ, ছট ইত্যাদি আছে”।
“আমাদের দেশের সকলেই আমাদের সমাজের সকল উৎসব সম্পর্কে অবগত। নির্বাচন কমিশন যদি চায়, তাদের এখনও সময় আছে সিদ্ধান্ত পরিবর্তন করার। এই অবস্থায় কি ১০০% ভোট পাওয়া সম্ভব? যদি না হয়, তাহলে ইলেকশন কমিশনকে সিদ্ধান্ত নিতে হবে তারা কোন পরিবর্তন করতে চায় কি না”।