নিজস্ব সংবাদদাতা: বিজাপুরের সাংবাদিকের মৃত্যু নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণু দেও সাই।
তিনি লেখেন, বিজাপুরের তরুণ ও নিবেদিতপ্রাণ সাংবাদিক মুকেশ চন্দ্রকর জি হত্যার খবর অত্যন্ত দুঃখজনক এবং হৃদয়বিদারক। মুকেশ জির প্রয়াণ সাংবাদিকতা জগতের এবং সমাজের জন্য এক অপূরণীয় ক্ষতি। এ ঘটনার সঙ্গে জড়িতদের কোনো অবস্থাতেই ছাড় দেওয়া হবে না। যত দ্রুত সম্ভব অপরাধীদের গ্রেফতার করে কঠোর শাস্তির নির্দেশনা দিয়েছি। বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি এবং এই শোকের মুহুর্তে শোকসন্তপ্ত পরিবারকে শক্তি দেওয়ার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করছি।