নিজস্ব সংবাদদাতাঃ ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণু দেও সাই বলেছেন, "আপনারা সকলেই জানেন, আমরা ২৫ ডিসেম্বর থেকে ২ জানুয়ারি সুশাসন সপ্তাহ পালন করছি এবং সুশাসনের জন্য আমাদের সংকল্প এবং আমাদের আদর্শ হল রামরাজ্য। রাইস মিলার অর্গানাইজেশনের পক্ষ থেকে এখান থেকে প্রায় তিন হাজার মেট্রিক টন চাল পাঠানো হয়েছে। আমাদের সবজি চাষিরাও সবজি পাঠাতে চলেছেন। ২২ শে জানুয়ারি রাম মন্দিরের পবিত্রতা অনুষ্ঠানের জন্য রাজ্য জুড়ে উৎসাহ রয়েছে। পরিবেশ হবে দীপাবলির মতো, ঘরে ঘরে প্রদীপ জ্বালানো হবে। ছত্তিশগড় সরকার ২২ শে জানুয়ারীকে পুরো ছত্তিশগড় রাজ্যে শুষ্ক দিবস হিসাবে ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছে।"