নিজস্ব সংবাদদাতাঃ শুক্রবার অর্থাৎ আজ ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণু দেও সাই বলেন, "ছত্তিশগড়ে ডবল ইঞ্জিন সরকার রয়েছে, এটা সৌভাগ্যের ব্যাপার। আমরা ট্যাক্স ট্রান্সফার হিসাবে ৪,৮৪২ কোটি টাকা পেয়েছি যা ছত্তিশগড়ের উন্নয়নে ব্যবহার করা হবে। রাজ্যবাসীর পক্ষ থেকে আমি প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানাতে চাই।"
/anm-bengali/media/media_files/h54Bm6xWWg2vQAUTQwp8.webp)
/anm-bengali/media/media_files/x4vv1arZvfB83eqGaCyH.jpeg)
/anm-bengali/media/media_files/cPAtpQQQTYqolChPuQEe.jpeg)
/anm-bengali/media/media_files/PbRGpAlcEowvcAUxVcOd.jpeg)