হামলা, মৃত ৩ জওয়ান, আহত ১৫! শেষ হবে নকশাল, হুঙ্কার মুখ্যমন্ত্রীর

ছত্তিশগড়ে ফের মাওবাদীদের হামলার ঘটনা ঘটেছে।

author-image
Aniruddha Chakraborty
আপডেট করা হয়েছে
New Update
ম,

ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতাঃ মঙ্গলবার বিজাপুর-সুকমা সীমান্তে জোনাগুড়া ও আলিগুড়ার কাছে মাওবাদীদের সঙ্গে গুলির লড়াইয়ে মৃত্যু হয় তিন জওয়ানের এবং আহত হয়েছে ১৫ জন। এই ঘটনার পর মঙ্গলবার রাতে ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণু দেও সাই রায়পুরের বালাজি হাসপাতালে আহত জওয়ানদের সঙ্গে দেখা করেন।

জওয়ানদের সঙ্গে দেখা করে ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণু দেও সাই বলেন, "আমাদের জওয়ানরা গুলি বিনিময়ের যোগ্য জবাব দিয়েছেন। যেহেতু বিজেপি ছত্তিশগড়ে সরকার গঠন করেছে, তাই আমরা নকশালদের যোগ্য জবাব দিচ্ছি। প্রাণ হারালেন তিন জওয়ান। ডাবল ইঞ্জিন সরকার আগামী দিনে নকশালদের শেষ করবে।" 

ad11

aad

aad