নিজস্ব সংবাদদাতা: ছত্তিশগড় ভোটের আগেই এবার ইডি দাবি করছে যে মহাদেব বেটিং অ্যাপের প্রোমোটার রাজ্যের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলকে ৫০৮ কোটি টাকা দিয়েছিল। ক্যুরিয়ার ডেলিভারি বয়কে ইডি গ্রেফতার করার পর সে নাকি জানিয়েছে যে ৫ কোটি টাকা ভোটের প্রচারের জন্য 'বাঘেল' নামক এক রাজনীতিকের কাছে ডেলিভারি করতে হতো।
এবার এই নিয়ে নিজের X হ্যান্ডেলে বিশেষ বার্তা দিলেন মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল। লেখেন, 'আমি আগেও বলেছি যে ভারতীয় জনতা পার্টি ইডি, আইটি, ডিআরআই এবং সিবিআইয়ের মত সংস্থাগুলির সাহায্যে ছত্তিশগড়ের নির্বাচন লড়তে চায়। ভোটের ঠিক আগে আমার সম্মান মাটিতে মিশিয়ে দিতে সবথেকে কুৎসিত প্রচেষ্টা করেছে। এটা কংগ্রেসের মত লোকপ্রিয় সরকারকে বদনাম করার রাজনৈতিক প্রচেষ্টা যা ইডির মাধ্যমে করা হচ্ছে। মহাদেব অ্যাপের তদন্তের নামে ইডি প্রথমে আমার ঘনিষ্ঠদের বদনাম করতে তাদের বাড়িতে তল্লাশি চালিয়েছে আর এখন এক অজ্ঞাত ব্যক্তির বয়ানের উপর ভিত্তি করে আমার উপর ৫০৮ কোটি টাকা নেওয়ার অভিযোগ তুলেছে। ইডির চালাকি দেখুন ওই ব্যক্তির বয়ান প্রকাশ করার পর শুধুমাত্র একটি ছোট বাক্যে তারা লিখে দিয়েছে যে এই বয়ান তদন্তসাপেক্ষ। যদি তদন্ত করা না হয়ে থাকে তাহলে বয়ানের উপর ভিত্তি করে প্রেস বিজ্ঞপ্তি জারি করা যে শুধুমাত্র ইডির স্বভাব দেখিয়ে দিল তা নয়, বরং এর পেছনে কেন্দ্র সরকারের যে বদ মতলব রয়েছে সেটাও প্রকাশ পাচ্ছে। ছত্তিশগড়ের মানুষ আমাদের সঙ্গে আছে ইডি, আইটির মত সংস্থার বিরুদ্ধে লড়াই করার জন্য। আমরা লড়ব এবং জিতব'।