নিজস্ব সংবাদদাতাঃ বিধানসভা ভোটের আবহে ফের একবার কংগ্রেসের নির্বাচনীর হাতিয়ার মণিপুর হিংসা হয়ে উঠেছে বলে মনে করা হচ্ছে। আসন্ন নভেম্বর মাসে ছত্তিশগড়েও বিধানসভা ভোট হওয়ার কথা রয়েছে। আর এই ভোটের আবহে বড় রকমের মন্তব্য করলেন সেখানকার মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল (Bhupesh Baghel)। আজ বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নাম না করে বিশ্বগুরু অবধি বলেন মুখ্যমন্ত্রী। তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, 'আমাদের 'বিশ্বগুরু' বলছেন, 'আমাদের সীমান্ত সুরক্ষিত'। যদিও মোহন ভাগবতজি বলেছেন, "এর পিছনে বাইরের শক্তি রয়েছে"। তাদের বক্তব্য সম্পূর্ণ বিপরীত। তাদের মধ্যে, তাদের সিদ্ধান্ত নিতে হবে যে কে সঠিক কথা বলছে এবং জাতিকে বলবে। একজন যদি সঠিক কথা বলে, তাহলে অন্যজন ভুল বলছে। তারা জাতিকে বিভ্রান্ত করছেন।‘ দেখুন ভিডিও...