ভুয়ো ডেটিং অ্যাপের হাতছানি, সাবধান হন

চেন্নাই পুলিশের সাইবার ক্রাইম সেলের মতে, ভুয়ো ডেটিং সাইটগুলির নাম হল www.mymilap.in ও www.yoursoulmate.in । কলকাতার এজেসি বোস রোড ওয়েস্টন স্ট্রিটে দুই অভিযুক্ত ললিত চাঙ্গানি এবং রূপা সাউ তৈরি করেছেন বলে অভিযোগ।

author-image
SWETA MITRA
New Update
COVER BNG trap.jpg

 
নিজস্ব প্রতিনিধিঃ নকল ডেটিং সাইট গুলি থেকে সাবধানে থাকুন। কারণ এগুলিতেই হয়তো আপনার জন্য বড় রকমের কোনও ফাঁদ পাতা রয়েছে। আর এই ফাঁদে পড়ে খোয়াতে পারেন কোটি কোটি টাকা।  

office.jpg

সম্প্রতি শ্যামল বিশ্বাস নামের একজন ব্যক্তি ৩.৩৬ কোটি টাকা খুইয়ে সবকিছু হারে হারে টের পেয়েছেন। চেন্নাই পুলিশ, কলকাতা পুলিশ এবং রাজ্য পুলিশ একটি অভিযান চালিয়ে কয়েকজন অভিযুক্তকে গ্রেফতার করেছে। 

office 2.jpg

                                                                       রূপা সাউ 

 

যদিও মূল অভিযুক্ত ললিত চাঙ্গানি পলাতক এবং চেন্নাই পুলিশের সাইবার ক্রাইম বিভাগ তাঁর সন্ধানে ইতিমধ্যে তল্লাশি অভিযান শুরু করেছে। কোলাঘাটের বাসিন্দা শ্যামল বিশ্বাস গত দশ মাসে ‘My Milap’ এবং ‘Your Soulmate’ ওয়েবসাইটের দরুণ ৩.৩৬ কোটি টাকা হারিয়েছেন।

office 3.jpg

                                                                         রমেশ সোনি 

সমস্ত টাকা আইএমপিএসের মাধ্যমে ললিতের ব্যাঙ্ক অ্যাকাউন্টে স্থানান্তরিত হয়েছিল বলে অভিযোগ।

aww.jpg

যেহেতু অভিযোগকারী চেন্নাই শহরে থাকেন, তাই চেন্নাই সাইবার ক্রাইম পুলিশ এফআইআর দায়ের করেছে।

office 4.jpg

                                                                                  বিজয় সোনি 

এদিকে এই ভুয়ো ডেটিং অ্যাপগুলির বিরুদ্ধে চেন্নাই শহর এবং হাওড়া, কলকাতা, হুগলি, বেহালা, এজেসি বোস রোড, বরানগর পার্ক স্ট্রিটে অভিযান চলছে।  

office 5.jpg

                                                                           ললিত ছেঙ্গানি 
 
চেন্নাই সিটি পুলিশের সাইবার ক্রাইম ইন্সপেক্টর বিনোথ কুমার বলেন, "রূপা সাউ এই ভুয়ো কল সেন্টারের মাস্টারমাইন্ড এবং অনেক তরুণীকে কীভাবে চ্যাটের মাধ্যমে নিরপরাধদের ফাঁদে ফেলা যায় সে সম্পর্কে এবং প্রশিক্ষণ দিত রূপা।‘’

office 6.jpg

                                                       রিষড়া পুলিশ স্টেশন 

 তিনি আরও বলেন, "মূল অভিযুক্ত ললিত চাঙ্গানি পলাতক এবং চেন্নাই তাঁকে খুঁজছে।‘’