বেইনি মদে রাজ্যে মৃত্যু! গুজরাটেও একই ঘটনা ঘটেছে! কীসের ইঙ্গিত দিলেন নেতা?

ডিএমকে নেতা টি কে এস এলানগোভান জানিয়েছেন, সারা দেশেই এই ঘটনা ঘটছে। খরচ কম হওয়ায় মানুষ এটাকে বেছে নিয়েছে।

author-image
Probha Rani Das
New Update
cvbn

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতাঃ তামিলনাড়ুর বিষাক্ত ঘটনা নিয়ে ডিএমকে নেতা টি কে এস এলানগোভান বলেন, “সারা দেশেই এই ঘটনা ঘটছে। খরচ কম হওয়ায় মানুষ এটাকে বেছে নিয়েছে। ২০২২ সালে গুজরাটে বেআইনি মদ খেয়ে ৪৩ জনের মৃত্যু হয়েছে।” 

elangovanh.jpg

তিনি আরও বলেন, “উত্তরপ্রদেশ, বিহার, রাজস্থানেও একই ঘটনা ঘটেছে। এটি তামিলনাড়ুর জন্য নির্দিষ্ট নয়। মানুষকে তাদের মানসিকতা পরিবর্তন করতে হবে এবং বুঝতে হবে যে তারা মারা যাওয়ার পরে পরিবারই ক্ষতিগ্রস্থ হয় দোষীদের শাস্তি নিশ্চিত করতে মুখ্যমন্ত্রী সবরকম পদক্ষেপ নিয়েছেন। এখনও পর্যন্ত ৭ জনকে গ্রেফতার করা হয়েছে এবং তদন্ত চলছে। পুলিশ কর্মকর্তাদের বদলি ও সাময়িক বরখাস্ত করা হয়েছে।” 

Adddd