Check posts : মদ, নগদ টাকা রুখতে ৪৫ টি চেক পোস্ট

অন্ধ্রপ্রদেশের (Andhra Pradesh) মুখ্য সচিব কে এস জওহর রেড্ডি সোমবার জানিয়েছেন, কর্ণাটক (Karnataka) সীমান্তে অবৈধ মদ (Liquor), নগদ টাকা (Cash) ও অন্যান্য প্রলোভন রুখতে ৪৫টি চেকপোস্ট (Check posts) স্থাপন করেছে অন্ধ্রপ্রদেশ সরকার।

author-image
Pritam Santra
New Update
section 133

নিজস্ব সংবাদদাতাঃ অন্ধ্রপ্রদেশের (Andhra Pradesh) মুখ্য সচিব কে এস জওহর রেড্ডি সোমবার জানিয়েছেন, কর্ণাটক (Karnataka) সীমান্তে অবৈধ মদ (Liquor), নগদ টাকা (Cash) ও অন্যান্য প্রলোভন রুখতে ৪৫টি চেকপোস্ট (Check posts) স্থাপন করেছে অন্ধ্রপ্রদেশ সরকার।

ad.jpg

চেকপোস্টগুলোতে পুলিশ (Police), আবগারি, বাণিজ্যিক কর, রাজস্ব ও অন্যান্য বিভাগের কর্মকর্তারা দায়িত্ব পালন করবেন। ভারতের নির্বাচন কমিশন (Election Commission) আয়োজিত এক ভিডিও কনফারেন্সে মুখ্যসচিব বলেন, 'ইতিমধ্যেই ৩,০০৮ লিটার মদ (আইএমএফএল), ৯০ মিলিলিটার মদের কার্টনের ৪টি টেট্রা প্যাক এবং আড়াই কেজি গাঁজা বাজেয়াপ্ত করা হয়েছে।"