সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সেজে হাতানো হল ৭ কোটি টাকা! অপরাধের সঙ্গে যোগ বাংলার

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সেজে শিল্পপতির সঙ্গে প্রতারণা। হাতানো হল ৭ কোটি টাকা।

author-image
Tamalika Chakraborty
New Update
Supreme court hearing

নিজস্ব সংবাদদাতা: একাধিকবার ভুয়ো সিবিআই সেজে প্রতারণার অভিযোগ উঠেছে। এবার অভিনব কায়দায় প্রতারণার জাল সাজিয়ে শিল্পপতি এসপি ওসওয়ালের থেকে সাত কোটি টাকা হাতিয়ে নেওয়া হয়েছে, তা জানলে অবাক হয়ে যাচ্ছেন অনেকে। ধু ভুয়ো সিবিআই অফিসার সেজে প্রতারণা করা হয়নি, ভুয়ো ভার্চুয়াল আদালতকক্ষ বানিয়ে একজনকে ভারতের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় সাজানো হয়। পদ্মভূষণ প্রাপক শিল্পপতির থেকে  ৭ কোটি টাকা হাতিয়ে নেওয়া হয়। পরে প্রতারণার বিষয়টি বুঝতে পেরে পুলিশে অভিযোগ দায়ের করেন ওই শিল্পপতি। 

জানা গিয়েছে, অভিযোগের ভিত্তিতে আসাম থেকে দুই জনকে গ্রেফতার করেছে লুধিয়ানা পুলিশ। ৫.২৫ কোটি টাকা উদ্ধার করে শিল্পপতির অ্যাকাউন্টে ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছে।  বাকি টাকা উদ্ধারের চেষ্টা করছে পুলিশ। ওই গ্যাংয়ের বাকি সদস্যদের খোঁজে তল্লাশি চালানো হয়েছে। তবে এই প্রতারণায় বাংলার যোগ রয়েছে বলে লুধিয়ানা পুলিশের তরফে জানানো হয়েছে। 

Supreme court
জানা গিয়েছে,  জেট এয়ারওয়েজের প্রতিষ্ঠাতা নরেশ গোয়েলের সঙ্গে সম্পর্ক যুক্ত একটি আর্থিক তছরুপের মামলায় বর্ধমান গ্রুপের চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টরের নাম জড়িয়ে গিয়েছে বলে প্রতারকরা দাবি করেছিল। তারপর স্কাইপের মাধ্যমে একটি ভার্চুয়ালি শুনানি হয়। সেখানে আবার কেউ দেশের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় সেজেছিলেন। পরবর্তীতে হোয়্যাটসঅ্যাপে ভুয়ো আদালতের নির্দেশনামাও পাঠিয়েছিল প্রতারকরা বলে জানা গিয়েছে।

 tamacha4.jpeg