নিজস্ব সংবাদদাতা: ছত্তিশগড়ের জগদলপুরে ২৬ হাজার কোটি টাকা ব্যয়ে নতুন প্রজেক্টের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একই সাথে তাঁর হাত দিয়ে ফ্ল্যাগ অফের মাধ্যমে তারকি ও রাইপুরের মধ্যে ট্রেন চলাচল শুরু করল এদিন। এরপরই আসল কথা পারেন প্রধানমন্ত্রী।
বস্তারের জগদলপুরে প্রধানমন্ত্রী মোদি এদিন বলেন, “রাজ্যে রেলওয়ে নেটওয়ার্কের বিদ্যুতায়নের পরে, বন্দে ভারত ট্রেন চালু হচ্ছে এখানে। আগামী বছরগুলিতে, রাজ্যের সমস্ত স্টেশনগুলিকে উন্নত এবং রূপান্তরিত করার পরিকল্পনা করা হয়েছে। ৩০টি স্টেশন তার জন্যে চিহ্নিত করা হয়েছে। তার মধ্যে ৭টি স্টেশনে ইতিমধ্যেই কাজ শুরু হয়েছে। খুব তাড়াতাড়িই নতুন রূপ পাবে এই স্টেশন গুলি”।