BJP কিছু লুকোচ্ছে, সন্দেহ মুখ্যমন্ত্রীর

গত ২৫ মে ছত্তিশগড়ের (Chattishgarh) ঝিরামে (Jhiram) কংগ্রেস (Congress) নেতা ও নিরাপত্তা কর্মী সহ একাধিক ব্যক্তির মৃত্যু হয়। মামলাটির তদন্ত করেছে এনআইএ (NIA)। এবার এই কেলেঙ্কারি নিয়ে বড় বিবৃতি দিলেন বর্তমান মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল (CM Bhupesh Baghel)।

author-image
Pritam Santra
New Update
bjps.jpg

নিজস্ব সংবাদদাতাঃ গত ২৫ মে ছত্তিশগড়ের (Chattishgarh) ঝিরামে (Jhiram) কংগ্রেস (Congress) নেতা ও নিরাপত্তা কর্মী সহ একাধিক ব্যক্তির মৃত্যু হয়। মামলাটির তদন্ত করেছে এনআইএ (NIA)। এবার এই কেলেঙ্কারি নিয়ে বড় বিবৃতি দিলেন বর্তমান মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল (CM Bhupesh Baghel)। মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল অভিযোগ করেন, কেন্দ্রের এই তদন্তকারী সংস্থা তদন্তে গাফিলতি করেছে। রায়পুর বিমানবন্দরে এই বিবৃতি দেন মুখ্যমন্ত্রী। নির্ধারিত কর্মসূচিতে যাওয়ার আগে মুখ্যমন্ত্রী বাঘেল বলেন, 'আমাদের কাছে প্রমাণ আছে, কিন্তু কাকে দেব, এনআইএ-কে দেব? যারা ঝিরামের ঘটনায় বেঁচে যাওয়া ব্যক্তিদেরও জিজ্ঞাসাবাদ করেনি। এনআইএ-র সঙ্গে কথা বলুন, যার কাছ থেকে রাজ্য সরকার তদন্ত ফেরত চেয়েছিল, তারপর তারা হাইকোর্টে গিয়েছিল, সুপ্রিম কোর্টে গিয়েছিল। তারা নিজেরা তদন্ত করছে না এবং আমাদের তদন্ত করতে দিচ্ছে না। বিজেপি কেন ভয় পাচ্ছে? বিজেপি কিছু একটা লুকানোর চেষ্টা করছে।"